স্থান পরিবর্তনটা ভালোই হয়েছে

মঙ্গলবার থেকে শুরু হয়েছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের ষষ্ঠ আসর। আগের পাঁচটি আসর নভেম্বর মাসে এবং বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবারে আসরটি অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বর মাসে। একই সাথে ভেন্যু পরিবর্তিত হয়ে চলে এসেছে ধানমন্ডির আবাহনী মাঠে। এ নিয়ে অনেকের আশঙ্কা থাকলেও আয়োজনে অংশ নেওয়া বিশিষ্টজনরা এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক বলেন, ‘আমাদের জানামতে বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীতের এ আয়োজনটি পৃথিবীর সর্ববৃহৎ আয়োজন। প্রথমে যখন শুনেছিলাম এবার আয়োজনটি হবে না তখন একটু মন খারাপ হয়েছিল। কিন্তু এখন দেখছি এটি আর্মি স্টেডিয়ামের চেয়েও অনেক সুন্দর জায়গা। মাঠটাও বড়। যেকোন বিপর্যয় আসলে নতুন সম্ভাবনা তৈরি করে দেয়।’
আবাহনী মাঠের পাশেই বাসা জানিয়ে অভিনেতা রুমী হুদা বলেন, ‘অপূর্ব লাগছে পুরো আয়োজনটি। আগে অনেক দূরে যেতে হতো, এবার তা হচ্ছে না। আর ড. এল সুব্রামানিয়াম ও আস্তানা সিম্ফনির পরিবেশনায় আমি তো মুগ্ধ।’
প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘বেঙ্গল প্রচণ্ড সাহস দেখিয়েছে এবং আবুল খায়ের লিটু সাহসটা দেখিয়েছে বলেই উৎসবটা হচ্ছে। শুধু অর্থ থাকলে হয় না, রুচি থাকতে হয়। আর রুচিটাকে পরিবেশন করবার জন্যে সাহসের দরকার। সেটা বেঙ্গল এবং বেঙ্গলের কর্মীরা দেখিয়েছেন। এটা আমাদের জন্য বিরাট অর্জন ও পাওয়া।’
তিনি আরো বলেন, ‘স্থান পরিবর্তনটা ভালোই হয়েছে বলে মনে হচ্ছে। কারণ বেঙ্গল এবার আগের বারের চেয়ে সবকিছু আরো বেশি গোছালোভাবে ও আরো সুন্দরভাবে করতে পারছে।’
বেঙ্গল উচ্চাঙ্গ সংগীতের ষষ্ঠ আসরটি হবার কথা ছিল ২০-২৮ নভেম্বর। কিন্তু ২২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে আর্মি স্টেডিয়াম বরাদ্দ না পাওয়ায় উৎসবটি বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে এটি আবাহনী মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এবারের বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসবটি চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
আজকের বাজার: সালি / ২৭ ডিসেম্বর ২০১৭