আগামীর পুঁজিবাজার স্থিতিশীল ও গতিশীল করতে চাইলে শিগগিরই বন্ড মার্কেট চালু করা জরুরি। কারণ ইক্যুইটি মার্কেটে ওঠা-নামা বেড়ে গেছে।
৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শিল্পকলা মিলনায়তনে ‘বিনিয়োগের বিভিন্ন পণ্য ও খাত’ বিষয়ক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন।
তারা বলেন, বিনিয়োগকারীরা বন্ড মার্কেটে বিনিয়োগ সরাতে পারেন। এতে দ্রুত বাজারের স্থিতিশীলতা আসে।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭ উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন। তিনি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন খাত ও এর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে বাজারে নতুন প্রোডাক্ট আনার ক্ষেত্রে ডেরিভেটিভস, কমোডিটিস, ইটিএফসহ বিভিন্ন পণ্য নিয়ে আলোচনা করেন।
সেমিনারে বিএসইসির নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম বলেন, ২০১২ সালের আগে পুঁজিবাজারে বন্ড মার্কেটের বিধিমালা তৈরি করা হয়। এর আগে অবশ্য বন্ড মার্কেট নামে কোনো কিছু ছিল না। এরপর ২০১৫ সালে ওই আইনের কিছুটা সংশোধন করা হয়েছে। তিনি বলেন, আমাদের মার্কেটে ২০০৫ সালে কিছু বন্ড তালিকাভুক্ত হয়ে আছে। তবে লেনদেন হয় না। কারণ এখানে বন্ড মার্কেট ডেভেলপড হয়নি।
সেমিনারের প্যানেল আলোচক ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক ভাইস প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, ভালো বন্ড মার্কেট থাকলে ইক্যুইটি মার্কেটের ওঠানামা কম হয়। ইক্যুইটি মার্কেটে ওঠানামা বেশি থাকলে বিনিয়োগকারীরা বন্ড মার্কেটে বিনিয়োগ সরিয়ে নিতে পারেন। তিনি বলেন, অন্যান্য দেশে মোট লেনদেনের ৪০ থেকে ৫০ শতাংশই হয়ে থাকে বন্ড মার্কেটে; যেখানে বাংলাদেশে এই মার্কেট চালুই নেই।
এ সময় ভিআইপি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, স্টক মার্কেটের জন্য বন্ড মার্কেট গুরুত্বপূর্ণ। তবে বন্ডসহ ডেরিভেটিভস মার্কেট চালু করতে গেলে ইক্যুইটি মার্কেটকে আরও ভাইবারেন্ট করতে হবে।
আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান ডেরিভেটিভস মার্কেট নিয়ে বলেন, ডেরিভেটিভস মার্কেটকে প্রতিষ্ঠা করতে হলে আগে ইক্যুইটি মার্কেটকে সাবলীল করতে হবে। কারণ এই মার্কেট অনেক ঝুঁকি বহন করে। এখানে মার্কেট মেন্যুপুলেটরদের প্রভাব অনেক বেশি থাকে। এজন্য প্রথমে সাধারণ বিনিয়োগকারীদের সুযোগ কম রেখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিয়ে শুরু করা উচিত।
আজকের বাজার:এলকে/এলকে ৫ অক্টোবর ২০১৭