পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- নর্দার্ণ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও প্রগতী ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, আগামী ১৬ ও ১৭ মে এপ্রিল টানা ২ কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে কোম্পানিগুলো। এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে।
এছাড়া কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নর্দার্ণ ইন্স্যুরেন্সের ১৫ জুন; বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪ জুন; বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২২ জুন এবং প্রগতী ইন্স্যুরেন্সের ১৪ জুন তারিখে এজিএম অুনষ্ঠিত হবে।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ মে ২০১৭