পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১৬ ও ১৭ মে এপ্রিল টানা ২ কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে ব্যাংক এশিয়া লিমিটেড। এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে।
প্রসঙ্গত, ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই বোনাস।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা এবং শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৪১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ৩ জুলাই।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ মে ২০১৭