স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়ালা সে দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস আজ সংসদ ভবনে কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
স্পিকার সুবিধানজনক সময়ে ভারতের লোকসভায় সফর করবেন বলে রিভা গাঙ্গুলীকে আশ্বস্থ করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী‘মুজিববর্ষ’উপলক্ষে ভারতের লোকসভার স্পিকারকে বাংলাদেশ জাতীয় সংসদ সফরের আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করেন।
এছাড়া সাক্ষাৎকালে তাঁরা দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মুজিববর্ষ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান