মালদ্বীপে অনুষ্ঠিতব্য চতুর্থ দক্ষিণ এশিয়ার স্পিকার্স সম্মেলনে যোগ দিতে বুধবার দুপুরে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আগামী ১-২ সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালেতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানান বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফর শেষে স্পিকার আগামী ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
আজকের বাজার/লুৎফর রহমান