স্পিনার রশিদের বল পড়তেই আতকে উঠছে প্রতিপক্ষ

এবারের আইপিএলটা স্বপ্নের মতো কাটাচ্ছেন রশিদ খান। তার বল পড়তেই আতকে উঠছে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা।

এ মুহূর্তে বিশ্বের সেরা লেগ স্পিনার রশিদ। যার কব্জায় আছে চারটি গ্রিপ। মরণাস্ত্র হিসেবে আছে ভয়ংকর গুগলি, টার্ন, গতির তারতাম্য। তারপরও আরও টেকনিক নিয়ন্ত্রণে নিতে কাজ করছেন তিনি। বিষয়টি প্রতিপক্ষের জন্য বেশ দুশ্চিন্তারই বটে।

ভারতীয় বোলিং আক্রমণের কর্ণধার জানতে চান, সময়ের সেরা বোলারের মায়াবী স্পিনের রহস্য। এজন্য নেটে কতটা ঘাম ঝরান, কীভাবে প্রস্তুতি নেন?

রশিদ খানের জবাব, আমি নেটে অন্য ঘরানার কিছু করার চেষ্টা করি। আমি ভিন্ন গ্রিপ নিয়ে কাজ করি। নতুন কিছু করার প্রাণান্তকর চেষ্টা থাকে। যা কারও নেই তা আয়ত্ত্ব করার নেশায় মত্ত থাকি।

আগামী জুলাইয়ে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে ভারত। এ নিয়ে ক্রিকেটের নতুন যুগে প্রবেশ করবে আফগানরা। স্বাভাবিকভাবে অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখতে চাইবেন তারা।

রশিদের উত্তর পেয়ে হাসির ছলে ভুবনেশ্বর বলেন, যা খুশি কর। তবে ভারত-আফগানিস্তান টেস্টে এসব কর না। ভুবির এ কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়েন স্পিন ম্যাজিসিয়ান।

আজকের বাজার/আরআইএস