স্পেনকে রুখে দিল নরওয়ে

নরওয়ের মাঠে স্পেনের সামনে সুযোগ ছিল বেলজিয়ানদের পর দ্বিতীয় দল হিসেবে ইউরো ২০২০ যাত্রা নিশ্চিত করা।

কিন্তু বাছাইপর্বের স্পেনের ইউরোর টিকেট নিশ্চিত হতে দিলেন না নরওয়ের জশ কিং। বোর্নমাউথ ফরোয়ার্ডের শেষ মুহূর্তের পেনাল্টিতে ‘এফ’ গ্রুপের ম্যাচে নরওয়ের সাথে ১-১ গোলে ড্র করেছে স্পেন।

শুরুতে চেপে খেললেও নরওয়ের গতিময় ফুটবলের সামনে বারবার খেই হারিয়ে ফেলছিল স্পেন। তবে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ বেশ জমজমাটই হয়েছে।

প্রথমার্ধে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ওমর এলাবদুল্লাহ। দ্বিতীয়ার্ধে গোল হজম করে তেঁতে ওঠে নরওয়ে। ৬৭ মিনিটে ফাবিয়ান রুইসের জোরালো শট ক্রসবারে না লাগলে তখনই সমতায় ফিরত তারা। দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে বুসকেটসের বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে গোল করেন সাউল নিগুইয়েজ।

নরওয়ের আক্রমণ ঠেকাতে ব্যস্ত স্প্যানিশরা ডিফেন্সিভ খেলা শুরু করে স্কোরলাইনে এগিয়ে থেকে। নির্ধারিত সময়ের খেলা শেষে রক্ষণাত্মক খেলাই কাল হয়ে দাঁড়ায় অতিথিদের জন্য। বল ক্লিয়ার করতে গিয়ে ফাউল করে বসেন স্পেনের গোলরক্ষক। পেনাল্টি শটে বল জালে জড়াতে একটুও ভুল করেননি জশুয়া কিং।

আজকের বাজার/লুৎফর রহমান