অপরাজিত ও গ্রুপ চ্যাম্পিয়ন দল হিসেবে ইউরো বাছাই পর্ব শেষ করল স্পেন। রোমানিয়ার বিপক্ষে ১০ম রাউন্ডে বড় ব্যবধানে জিতল তারা। সোমবার (নভেম্বর) রাতে ঘরের মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচে রোমানিয়াকে ৫-০ গোলে হারাল রামোস বাহিনী।
ম্যাচের অষ্টম মিনিটে স্প্যানিশদের প্রথম গোল এনে দেন ফাবিয়ান রুইস। ৩৩তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড মরেনো। দশ মিনিট পর খুব কাছ থেকে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন ভিয়ারিয়াল তারকা মরেনো। বিরতির আগে শেষ মিনিটে একটি আত্মঘাতী গোল হজম করে রোমানিয়া।
বিরতির পর রক্ষণে চাপ ধরে রাখলেও ব্যবধান বাড়াতে পারছিল না স্পেন। যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দলের পঞ্চম গোলটি করেন মিকেল। ১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে স্পেনের অর্জন ২৬ পয়েন্ট। স্পেনের সঙ্গী হিসেবে গ্রুপ থেকে সরাসরি মূল পর্ব নিশ্চিত করা আরেক দল সুইডেন। শেষ ম্যাচে ফারো আইল্যান্ডসকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ১০ ম্যাচে সুইডিশদের পয়েন্ট ২১।
আজকের বাজার/আরিফ