স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়কে পার্লামেন্টে অনাস্থা ভোটে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসি’র।
বিরোধী দলীয় সমাজতন্ত্রী নেতা পেদ্রো সানচেজ হতে চলেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী।
দুর্নীতি কেলেঙ্কারিতে রাহয়ের নাম জড়িয়ে পড়লে সানচেজ তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব আনেন।
শুক্রবারের (১ জুন) ভোটের আগে সানচেজ বলেন, আমরা দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি।
আধুনিক স্পেনের ইতিহাসে অনাস্থা ভোটে পরাজিত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন মারিয়ানো রাহয়। রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) এই নেতা ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন।
শুক্রবার বিতর্কের দ্বিতীয় দিনে মারিয়ানো রাহয় পরাজয় স্বীকার করে সাংসদদের বলেন, আমি যা প্রতিষ্ঠা করেছিলাম, তার চেয়ে উত্তম একটি স্পেন রেখে যেতে পারা সম্মানের ব্যাপার।
বাস্ক ন্যাশনাল পার্টিসহ ছোট ছোট কয়েকটি দলের সমর্থন পেয়ে সানচেজ অনাস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। প্রস্তাবের পক্ষে ১৮০ জন এবং বিপক্ষে ১৬৯ জন সাংসদ ভোট দেন।
বলা হচ্ছে, এটি সানচেজের সমাজতান্ত্রিক দলের জন্য একটি বড় সাফল্য।
আজকের বাজার/একেএ