উত্তর-পশ্চিম স্পেনের উপকূলীয় শহর ভিগোতে আগুনে চার শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। বুধবার জরুরি পরিষেবাগুলো একথা জানিয়েছে।
আঞ্চলিক জরুরি পরিষেবা এক্স বলেছে, ‘চারজন মারা গেছে, তাদের সবাই শিশু এবং আহত আটজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’
নিহতদের বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় প্রেস রিপোর্ট অনুযায়ী, একটি ভবনের নিচতলায় স্থানীয় সময় ভোর ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তিন ঘণ্টা পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
জরুরী পরিষেবাগুলো জানিয়েছে, মনোবৈজ্ঞানিকদের একটি দল নিহতদের আত্মীয়দের সহায়তা করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।
ভিগো হল প্রায় ৩০০,০০০ লোকের একটি শহর যা স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে আটলান্টিক উপকূলে অবস্থিত। পর্তুগালের সীমান্ত থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) উত্তরে। (বাসস/এএফপি)