স্পেনে রোববার ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৮৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। গত দু’মাসে এ প্রথম প্রতিদিনের মৃত্যুর সংখ্যা একশ’র নিচে নেমে এসেছে। মাদ্রিদ ও বার্সিলোনা ছাড়া স্পেনের অন্যত্র লকডাউন আরো শিথিলের একদিন আগে সর্বনিম্ন এ মৃত্যুর সংখ্যাটি এলো।
জরুরি স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফার্ন্দান্দো সিমন বলেন, দীর্ঘসময় পর এ প্রথম আমাদের মৃত্যুর সংখ্যা একশ’র নিচে নেমে এসেছে। এটি একটি ভালো খবর। এর আগে এপ্রিলের প্রথমদিকে প্রাদুর্ভাবের সর্বোচ্চ পর্যায়ে স্পেনে একদিনে ৯৫০ জন পর্যন্ত মারা গেছে। বিশ্বে যে ক’টি দেশে করোনা তীব্রভাবে আঘাত হেনেছে স্পেন তার একটি।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশটিতে করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৬৫০ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩১ হাজারের বেশি। স্পেন ভাইরাস সংক্রমণের একেবারে শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে সিমন জনগণকে তাদের প্রচেষ্টার জন্যে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ আরো ব্যাপক হতে পারে বলে আশংকা প্রকাশ করেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান