স্পেনের সাম্প্রতিকতম বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ অভূতপূর্ব এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি ব্যর্থতার প্রতিবাদে রোববার ভ্যালেন্সিয়ায় বিক্ষোভ করেছে। ভ্যালেন্সিয়া থেকে এএফপি এ খবর জানায়।
প্রবল বর্ষণ এবং ভয়াবহ আকস্মিক বন্যায় গত ২৯ অক্টোবর, এখানে ২৩১ জন লোকে মৃত্যু হয় এবং ঐতিহ্যগতভাবে ক্যাথলিক এই দেশে বন্যা বিধ্বস্ত পূর্ব ভ্যালেন্সিয়া অঞ্চলের হাজার হাজার ভুক্তভোগী মানুষকে তাদের প্রিয়জন ও ঘরবাড়িতে অবস্থান করা ছাড়াই এবারের বড়দিন কাটাতে হয়।
আঞ্চলিক পুলিশ জানায়, কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ অব্যবস্থাপনার জন্য প্রায় ৮০ হাজার মানুষ আবার নিন্দা করেছে।
এনরিকে সোরিয়ানো বলেন, বন্যা নিয়ে যা কিছু ঘটেছে তার পরেও কোন রাজনীতিবিদ পদত্যাগ করেননি, না কোন পরিণতি হয়েছে, না তারা কিছু করছে।
বেশিরভাগ মানুষের ক্ষোভের তীর ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রধান কার্লোস ম্যাজনের দিকে ধাবিত হয়েছে। বিক্ষোভকারীরা তাকে "খুনী" এবং "অপরাধী" বলে চিৎকার করে এবং "ম্যাজন পদত্যাগ কর" লেখা চিহ্ন বহন করে।
পিকানা শহরের আম্পারো মাতেওস বলেন, ম্যাজন তার কাজ করেনি এবং যারা তাদের কাজ করে না, বিশেষ করে একজন সরকারি কর্মচারি, তাদের রাস্তায় যেতে হবে।
দুর্যোগে প্রাণ হারানো ২৩১ জনের মধ্যে ২২৩ জন ভ্যালেন্সিয়া অঞ্চলের বাসিন্দা ছিল। চারজন এখনও নিখোঁজ রয়েছে।