স্পেনে বুল ফেস্টিভ্যালে আহত ৫

স্পেনের পামপ্লোনার সাতদিনব্যাপী ‘বুল ফেস্টিভ্যালে’ ষাঁড়ের তাড়া খেয়ে ৫ জন আহত হয়েছেন। খবর বিবিসি’র।

শনিবার (৬ জুলাই) ষাঁড়ের তাড়া খেয়ে দৌড়ানোর সময় একজনকে শিং দিয়ে গেঁথে ফেলে একটি ষাঁড়। অন্য ৪ জন পড়ে গিয়ে আহত হন। তারাও হাসপাতালে ভর্তি হয়েছেন।

ষাঁড়ের তাড়া খেয়ে এই ৮৭৫ মিটার দৌড়ে প্রতিবছর প্রায় ২ হাজার মানুষ অংশ নেয়। প্রতিবছর স্পেনের এই বুল ফেস্টিভ্যালে শত শত মানুষ আহত হয়। তবে স্বল্পসংখ্যক মানুষকেই হাসপাতালে ভর্তি হতে হয়।

উল্লেখ্য, ১৯১০ সাল থেকে এপর্যন্ত এই উৎসবে ১৬ জন মারা গেছেন। সর্বশেষ ২০০৯ সালে ঘাড়ে ষাঁড়ের শিং গেঁথে মারা যান ড্যানিয়েল রোমেরো নামে এক যুবক।

আজকের বাজার/একেএ