করোনা ভাইরাসে আক্রান্ত স্পেনে দেশব্যাপী লকডাউনের সময়সীমা আগামী ৯ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী পেদ্রো সানশেজ একথা ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আগামী ২৭ এপ্রিল থেকে চলাফেরার ওপর কড়াকড়া কিছুটা শিথিল করা হবে।
স্পেনের সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী , করোনা ভাইরাসে দেশটিতে ২০ হাজার ৪৩ জন মারা গেছে।
উল্লেখ্য, দেশটিতে গত ১৪ মার্চ থেকে লকডাউন চলছে।