স্পেনে সোমবার (৮ জুন) করোনাভাইরাসে মাত্র ৪৮ জন আক্রান্ত হয়েছে। যা লকডাউন আরোপের পর সর্বনিম্ন। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ১৪ মার্চ লকডাউন ঘোষণা করে স্পেন। এরপর দ্রুত বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় ২ লাখ। মৃতের সংখ্যা ২৭ হাজার।
তবে কঠিন সময় পার করে এসেছে দেশটি। তাইতো ৮৭ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৪৮ এ। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫০ জন। আর গেল এক সপ্তাহে দেশটিতে মারা গেছে ৫৬ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ১৩৬।
করোনাভাইরাস জেকে বসেছিল স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায়। সেখানেও কমে এসেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাইতো লকডাউন তোলার দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে দেশটির বড় ও গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল। রেস্টুরেন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে সেখানে। অনুমতি দেওয়া হয়েছে ১৫ জনের একসঙ্গে চলাফেরার।