সহজ জয়ে স্প্যানিশ সুপার কাপের ফইনালে উঠল রিয়াল মাদ্রিদ৷ কিং আব্দুল্লা স্পোর্টস সিটিতে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে পরাজিত করে রিয়াল৷ স্প্যানিশ জায়ান্টদের হয়ে কর্ণার কিক থেকে সরাসরি দুরন্ত গোল করেন টনি ক্রুজ৷ অপর দু’টি গোল ইসকো ও লুকা মদ্রিচের৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়ার হয়ে স্বান্তনার গোল করে দানি পারেজো৷
শুরু থেকেই ম্যাচে একতরফা দাপট দেখায় মাদ্রিদ৷ প্রথমার্ধেই তারা ২-০ গোলে এগিয়ে যায়৷ ১৫ মিনিটের মাথায় রিয়াল কর্ণার আদায় করে নিলে স্পট কিক থেকে বাঁকানো শটে দুরন্ত গোল করেন টনি ক্রুজ৷ কর্ণার থেকে ক্রুজের নেওয়া শট বাঁক নিয়ে ভ্যালেন্সিয়ার জালে ঢুকে যায়৷ ভ্যালেন্সিয়া গোলরক্ষর পাঞ্চ করে বল প্রতিহত করার চেষ্টা করেন বটে, তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে৷
৩৯ মিনিটে মদ্রিচের শট ভ্যালেন্সিয়ার গোলমূখ থেকে প্রতিহত হয়ে ফিরলে ফিরতি বল জালে ঠেলে দেন ইসকো৷ রিয়াল ম্যাচে এগিয়ে যায় ২-০ গোলে৷ বিরতিতে স্কোর-লাইনে আর কোনও পরিবর্তন হয়নি৷
৬৫ মিনিটে লুকা জোভেচের পাস থেকে গোল করে স্কোর-লাইন রিয়ালের অনুকূলে ৩-০ করেন লুকা মদ্রিচ৷ শেষ বেলায় ভ্যালেন্সিয়া মরিয়া আক্রমণ চালালেও রিয়ালের শেষ রক্ষণ ভেদ করতে পারেনি৷ ৭৬ ও ৭৯ মিনিটে দু’টি গোল সেভ করেন রিয়াল গোলরক্ষক৷ ৯০+২ মিনিটে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি ভ্যালেন্সিয়াকে পেনাল্টি উপহার দিলে স্পট কিক থেকে গোল করে ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন ৩-১ করেন পারেজো৷
আজকের বাজার/লুৎফর রহমান