সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। এর মধ্য দিয়ে কাতালান ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার হিসেবে সর্বোচ্চ ৩৩তম শিরোপা জয় করল লিওনেল মেসি। এর আগে সর্বোচ্চ ৩২ শিরোপা জয়ের রেকর্ডটি ছিল আন্দ্রেস ইনিয়েস্তার। খবর ইউএনবি।
মরক্কোর তানজিয়ের স্টেডিয়ামে রবিরাত দিবাগত রাতে শিরোপা জয়ের লড়াইয়ে সেভিয়ার বিপক্ষে খেলতে নামে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
ম্যাচের শুরুতেই পাবলো সারাবিয়ার গোলে এগিয়ে যায় সেভিয়া। প্রথম গোলটি অফসাইডের জন্য বাতিল করলেও পরে ভিডিও দেখে গোলের বাঁশি বাজান রেফারি।
সমতায় ফিরতে আক্রমণে নামে বার্সা। তবে মেসি, জর্দি আলবার শট দারুণভাবে প্রতিরোধ করেন সেভিয়ার গোলরক্ষক।
প্রথমার্ধের তিন মিনিট আগে বার্সাকে সমতায় ফেরান জেরার্ড পিকে। মেসির ফ্রিকিক পোস্টে লেগে পিকের সামনে এলে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ডিফেন্ডার।
খেলায় বার্সেলোনা আধিপত্য দেখালেও ৬২তম মিনিটে এগিয়ে দারুণ এক সুযোগ পায় সেভিয়া। তবে ফ্রাঙ্কো ভাসকুয়েজের হেড ক্রসবারে লাগলে হতাশ হতে হয় তাদের।
৭৮তম মিনিটে বার্সাকে এগিয়ে নিয়ে যান বিশ্বকাপজয়ী ফ্রান্সের খেলোয়াড় উসমানে দেম্বেলে।
যোগ করা সময়ে পেনাল্টির সুযোগ পায় সেভিয়া। তবে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের দক্ষতায় শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার।
আজকের বাজার/এমএইচ