স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ২ নারীকে ধর্ষণের অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঠাকুরদ্বারা এলাকায় অশুভ শক্তি তাড়াতে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে দুই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

একই পরিবারের দুই নারীকে নেশা জাতীয় বস্তু খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে।

নির্যাতিতা এক নারী জানিয়েছেন, পরিবারের অশান্তি লেগেই থাকত। বিশ্বাস করতেন যে তাদের ছেলের উপরে কোনও অশুভ শক্তি ভর করেছিল। সেই সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিল এক স্বঘোষিত ধর্মগুরু। বাড়িতে পূজার আয়োজন করা হয়। পূজার সময় সেই নারীদের স্বামীদের শ্মশানে যেতে বলেন তিনি। এরপর মাদক খাইয়ে সেই নারীদের ধর্ষণ করেন ধর্মগুরু।

অপর এক নারী জানিয়েছেন, পাশের ঘরে নিজের সন্তানদের সঙ্গে শুয়ে ছিলেন তিনি। আচমকা ধর্মগুরু তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ধর্ষণ করার চেষ্টা করে। এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করেছে পুলিশ।

আজকের বাজার/আরআইএস