দেশের বিভিন্ন কারাগারের বন্দিরা আজ থেকে তাদের স্বজনদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন।
মঙ্গলবার সন্ধ্যায় কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বেলা ১১টায় টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদের মোবাইল ফোন সেবার ‘স্বজন’ নামের পাইলট এই প্রকল্পের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিরা প্রতি মাসে দু’দিন স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন।
প্রকল্প সফল হলে পরে দেশের অন্যান্য কারাগারেও এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজকের বাজার/আরজেড