স্বপ্নজাল ছবির প্রথম গান ‘এমন করে বলছি’

অবশেষে প্রকাশ পেল ‘স্বপ্নজাল’ ছবির প্রথম গান। যার শিরোনাম ‘এমন করে বলছি’। এতে কথা-সুর-দৃশ্যায়নের ব্যতিক্রমী আমেজ উপহার দিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ঘরে পাওয়া যাচ্ছে তার প্রমাণ। গানটি লিখেছেন উম্মে রায়হানা মুমু। নিজের সুরে রাশেদ শরীফ শোয়াইব কণ্ঠ দিয়েছেন আরমিন মুসার সঙ্গে।

‘এমন করে বলছি’ গানটির শুরুতে দেখা যায়, হাইওয়ে ধরে মটরসাইকেলে যাচ্ছেন প্রধান দুই চরিত্র পরী মনি ও ইয়াশ রোহান। এরপর তাদের ছুটতে দেখা যায় সবুজ মাঠ, দ্বীপ ও নদীতে। দুই অভিনয়শিল্পীকেই দারুণ লাগছে দেখতে। বোঝাই যাচ্ছে জমজমাট রসায়ন পেতে যাচ্ছে ঢালিউডের দর্শক।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্বপ্নজাল’-এ লগ্নি করেছে বেঙ্গল ক্রিয়েশন্স ও বেঙ্গল বারতা। পরী মনি ও ইয়াশ রোহান ছাড়াও আছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর ভারতের কলকাতাসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়।

বাংলাদেশের ৩০টির মতো প্রেক্ষাগৃহে ৬ এপ্রিল মুক্তি পাবে ‘স্বপ্নজাল’। এরপর একে একে মুক্তি পাবে ভারত ও অন্যান্য দেশে।

এস/