দেশে এবং দেশের বাইরে দারুণ প্রশংসিত হয়েছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমা। দেশের বাইরে প্রবাসীদের কাছে আলাদা করে গ্রহণযোগ্যতা পেয়েছে এটি।
আগামী ৭ জুলাই শনিবার রাত ৮টায় সিঙ্গাপুরে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক।
পরিচালক আরও জানান, ১০০ বিচ রোড শ টাওয়ারের কার্নিভাল সিনেমায় ছবিটির ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ছবিটি সিঙ্গাপুরে প্রদর্শন করবে রাদুগা প্রডাকশন। সিনেমাটির দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী হবে ৮ জুলাই রবিবার সন্ধ্যা ৬ টায় ও ১৫ জুলাই রবিবার সন্ধ্যা ৬ টায়।
বিখ্যাত সিনেমা মনপুরার পরে গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র স্বপ্নজাল। চলতি বছরের ৬ এপ্রিল বাংলাদেশে এটি মুক্তি পায়। ছবিটিতে জুটি হয়ে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত ইয়াশ রোহান। অন্যান্য ভূমিকায় দেখা গেছে ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু প্রমুখ।অলটাইম নিবেদিত এই ছবির প্রযোজনায় রয়েছে বেঙ্গল ক্রিয়েশনস।
আজকের বাজার/আরআইএস