বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু ক্রমেই দৃশমান হতে শুরু করেছে। এক এক করে বসানো হলো সেতুটির চতুর্থ স্প্যান। ফলে দৃশ্যমান হলো সেতুটির ৬০০ মিটার কাঠামো।
রোবাবার (১৩ মে) সকাল পৌনে ৭টায় সেতুর ৪০ ও ৪১ নম্বর পিলারের এই স্প্যান বসানো হয়।
পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা যায়, স্প্যান বহনকারী ক্রেনটিকে ৪০ ও ৪১ নম্বর পিলারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে অস্থায়ী বেয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। তবে স্থায়ীভাবে বসতে কয়েকদিন সময় লাগবে।
এ ছাড়া স্প্যান ওঠানোর আগে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়।
বহুল আলোচিত-সমালোচিত সেতুটির প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। সেদিন ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের মধ্যে এ স্প্যানটি বসানো হয়।
এরপর পর্যায়ক্রমে ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারের মধ্যে দ্বিতীয় এবং গত ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের মধ্যে তৃতীয় স্প্যানটি বসানো হয়।
রাসেল/