গেলো বছর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক। অডিও গান, মিউজিক ভিডিও, নাটক, শর্টফিল্ম নিয়মিত প্রকাশ করছে এই প্রতিষ্ঠান।
গত শনিবার সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলটি ১লক্ষ লক্ষ সাবস্ক্রাইব অতিক্রম করে এবং এখন পর্যন্ত চ্যানেলটির সাবস্ক্রাইব হয় ১লক্ষ ৩ হাজার ৯শত ।
প্রতিষ্ঠানটির কর্নধার এমদাদ সুমন বলেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে যারা আমার চ্যানেলটি লক্ষ সাবস্ক্রাইব করেছেন তারা সত্যিই আমাকে ভালোবাসায় আবদ্ধ করেছেন। আমার প্রতিষ্ঠানটির যাত্রার শুরু থেকে সবার সহযোগিতা পাচ্ছি। আগামীতেও এভাবে সাবর ভালো পরামর্শ ও সহযোগিতা পাবো বলে আাশা করছি। প্রতিষ্ঠানটির আগামির পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি সব সময় জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের প্রাধান্য দিয়ে আসছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
আজকের বাজার/আর আই এস