স্বপ্ন পূরণের লক্ষ্যে লড়ছে বাংলাদেশ

কবি নজরুলের চল চল চল কবিতার মতই বাংলাদেশও ক্রিকেট বিশ্বে চলতে চলতে পৌছে গেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যেখানে প্রতিপক্ষ ভারত। ফাইনালের স্বপ্নপূরণের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা টিভি, গাজী টিভি, হট স্টার ও স্টার স্পোর্টস ১।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ জুন ২০১৭