দিল্লি সরকার বুধবার বিজেপি’র সিনিয়র নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীতে দু’দিনের শোক ঘোষণা করেছে। খবর পিটিআই’র।
সুষমা স্বরাজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এআইআইএমএসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া টুইটার বার্তায় বলেন, ‘দিল্লি সরকার সাবেক মুখ্যমন্ত্রী ও সিনিয়র নেতা সুষমা স্বরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দু’দিনের শোক পালন করবে।’
মুখ্যমন্ত্রী ও এএপি’র জাতীয় আহবায়ক অরবিন্দ কেজরিওয়াল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ভারত বড় মাপের এক নেতাকে হারালো। সুষমা জি অত্যন্ত আন্তরিক ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’