চেয়ারপার্সন খালেদার জিয়ার স্বাস্থ্যের অবস্থা ও তার উন্নত চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার সচিবালয়ে বেলা ২টা ৩০ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। খবর ইউএনবি।
বৈঠকে অংশ নেয়া বিএনপি প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কারবন্দী খালেদার চিকিৎসা নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি সরকারের কাছে তার উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি আমলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
আজকের বাজার/এমএইচ