ইন্দোনেশিয়ার একটি অবৈধ স্বর্ণখনি ধসে একজনের মৃত্যু ও ১৩ জন আহত হয়েছে। এছাড়া এতে আরো অনেকে খনির ভেতরে চাপা পড়েছে। বুধবার দেশটির দুর্যোগ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সংস্থাটি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সুলাওয়েসী দ্বীপে এ ঘটনা ঘটে। খনি ধসের কারণে সেখানে ভূমিধস হয়।
উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপের ভেতরে জীবিতদের উদ্ধারে সন্ধান চালাচ্ছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, সুলাওয়েসির উত্তরাঞ্চলের বোলাং মোঙ্গোদৌ অঞ্চলে এই ঘটনায় অন্তত একজনের লাশ পাওয়া গেছে। এতে আরো ১৩ জন আহত হয়েছে।
দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগরোহো বলেন, ‘ধ্বংস্তুপের নিচে প্রায় ৬০ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
আটকেপড়া শ্রমিকরা কি অবস্থায় রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।