মোশাররফ করিম নানান ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে স্বর্ণমানব হিসেবে। ব্যতিক্রমধর্মী গল্পের নাটক ‘স্বর্ণমানব’। সোনা চোরাচালানের গল্পে নির্মিত হয়েছে এটি। আর শুটিংও হয়েছে সত্যিকারের লোকেশনে।
সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য লোকেশনে স্বর্ণমানবের চিত্রায়ন হয়।
মইনুল খানের গল্প থেকে নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। চিত্রগ্রহণে ছিলেন মেহেদী রনি।
জানা গেছে, চমৎকার একটি গল্পের পাশাপাশি সচেতনতামূলক বার্তা রয়েছে নাটকটিতে। মোশাররফ করিম ছাড়াও ‘স্বর্ণমানব’-এ অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও মেহজাবিন চৌধুরী।
২৬ জানুয়ারি বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। ওইদিন সন্ধ্যায় একাধিক টিভি চ্যানেলে একযোগে প্রচার হবে ‘স্বর্ণমানব’।
আজকের বাজার: সালি / ১৬ জানুয়ারি ২০১৮