দেশের বাজারে আরও একদফা স্বর্ণের দর কমানো হয়েছে। নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে। এর ফলে এখন স্বর্ণের দর ভরিতে আবারও ৪৮ হাজার টাকার নিচে নামল।
আজ সোমবার বাংলাদেশ জুয়েলারি সমিতি এ তথ্য জানিয়েছে।সমিতির এক বিবৃতিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার থেকে নুতন দর কার্যকর হবে। এ দফায় ভরিপ্রতি ৮৭৫ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি পড়বে ৪৭ হাজার ৮২২ টাকা। আর ২১ ক্যারেটের স্বর্ণের ভরি পড়বে ৪৫ হাজার ৭২৩ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ভরিপ্রতি ৪০ হাজার ২৪১ টাকা।
এর আগে গত ২০ সেপ্টেম্বর স্বর্ণের দর কমায় বাজুস। ওই দর অনুযায়ী এখন প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৭৭৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪১ হাজার ১১৬ টাকায় বিক্রি হচ্ছে।
আজকের বাজার: সালি / ২৫ সেপ্টেম্বর ২০১৭