দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুটির দাম বাড়ায় দেশের বাজারেও বাড়লো দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার ২৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই দাম বৃদ্ধির কথাটি নিশ্চিত করেছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার ২৬ জানুয়ারি থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি গ্রাম হবে ৪ হাজার ৪৮০ টাকা। এই হিসেবে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ৫২ হাজার ২৩৬ টাকা ( প্রতি ভরি ১১ দশমিক ৬৬ গ্রাম ধরে)।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ৫০ হাজার ৭৩৮ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়ছে ১৪৯৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৬ জানুুয়ারি থেকে বাড়তি দাম কার্যকর হবে।
২১ ক্যারেট স্বর্ণের দামও বেড়ে প্রতি গ্রামের দাম হবে ৪ হাজার ২৮০ টাকা বা ৪৯ হাজার ৯০৪ টাকা প্রতিভরি।
১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম বিক্রি হবে ৩ হাজার ৮৩০ টাকা দরে বা প্রতি ভরি ৪৪ হাজার ৬৫৭ টাকা দরে।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম হবে হবে ২ হাজার ৩৫০ টাকা বা ২৭ হাজার ৪০১ টাকা প্রতি ভরি।
আর রূপার দাম প্রতি গ্রাম বিক্রি হবে ৯০ টাকা বা প্রতি ভরি ১ হাজার ৫০ টাকা দরে।
আজকের বাজার: এলকে/২৫ জানুয়ারি ২০১৮