স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কুল ব্যাগ’

প্রকাশিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কুল ব্যাগ’। এই চলচ্চিত্রের একজন ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

পিয়াস ইসলামের গল্পে এই চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করেছেন ও পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান।
এখানে দেখা যায়, ছেলের আবদার তার একটি নতুন ব্যাগ চাই। ট্রাফিক পুলিশ বাবা ডিউটি শুরুর আগে একটি ব্যাগ কিনে রাখে বাসায় ফেরার সময় নিয়ে আসবেন বলে। কিন্তু আর ফেরা হয় না তার। দুর্বৃত্তদের গাড়িচাপা পড়ে প্রাণ হারান তিনি। বাড়িতে ফিরে আসে তার লাশ ও স্কুল ব্যাগ।

৯ মিনিট ৪৪ সেকেন্ডের এই স্বল্পদৈর্ঘ্যটিতে ফজলুর রহমান বাবু ছাড়াও আরও অভিনয় করেছেন ইরফান, আজাদ, লাবিব, সুবর্ণা সায়েদ, কাকা মাকসুদ, মুন্না, মিলন, প্রিতুল আনোয়ার ও শাহিদ।
ম্যাক্স ব্যাগ নিবেদিত ‘স্কুল ব্যাগ’ স্বল্পদৈর্ঘ্যটিতে একটি গান ব্যাবহার করা হয়েছে। ‘বাবা’ শিরোনামের এই গানটি লিখেছেন, সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন সারওয়ার শুভ। গানটির সঙ্গীতায়োজন করেছেন অঙ্কুর মাহমুদ।
আজকের বাজার: সালি / ২৭ ডিসেম্বর ২০১৭