তৌসিফ মাহবুব ও মাহা'র অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালো থাকার গল্প’ মুক্তির অপেক্ষায়। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। ‘ভালো থাকার গল্প’ প্রকাশ পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
চলচ্চিত্রটি মুক্তির আগেই প্রচারণার স্বার্থে ২৯ জুন সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই চলচ্চিত্রের একটি বিশেষ গান। এ মিজানের কথায় ‘আজ থেকে মন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও আহম্মেদ হুমায়ূন। এর সংগীত পরিচালনা করেছেন হুমায়ূন নিজেই। গানটি শোনা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘এটি এক নব দম্পতির সংসারে অভাব-অনটনের গল্প। যেখানে তৌসিফকে দেখা যাবে চাকরি হারানো বেকার যুবকের চরিত্রে। আর তার স্ত্রী মাহা সেই অভাব কাটাতে নিজেকে জড়ান মডেলিংয়ে।’
আজকের বাজার/আরআইএস