উত্তর কোরিয়া শনিবার সাগর অভিমুখে স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়া স্থানীয় সময় আজ সকাল ৯টা ৬ মিনিট থেকে ৯টা ২৭ মিনিটের মধ্যে পূর্ব উপকূলীয় শহর উনসানের কাছের হোডো উপদ্বীপ থেকে উত্তরপূর্ব দিক লক্ষ্য করে স্বল্প পাল্লার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
জেসিএস আরো জানায়, ক্ষেপণাস্ত্রটি ইস্ট সি অভিমুখে ৭০ থেকে ২শ’ কিলোমিটার পথ অতিক্রম করে। এটি জাপান সাগর নামেও পরিচিত।
উত্তর কোরিয়া সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে ক্ষেপণাস্ত্র উৎপেক্ষণ করেছিল।
উত্তর কোরিয়া তাদের ওপর আরোপিত অবরোধ থেকে রেহাই পেতে চাইলে তাদের একটি দৃশ্যমান, সুদৃঢ় ও টেকসই পরমাণু নিরস্ত্রীকরণ পদক্ষেপ গ্রহণ করতে হবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউং-উহার এমন বক্তব্যের একদিন পরই এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং।