সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে আইনি সাহায্য সেবা নিশ্চিত করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
নিজ জেলা কিশোরগঞ্জ সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (৯ অক্টোবর) জেলা জজ আদালত প্রাঙ্গণে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আবদুল হামিদকে এই সংবর্ধনা দেয়।
তিনি বলেন, ‘যারা মামলা করতে আসেন তাদের সবাইকে ধনী ভাবলে চলবে না। তাদের অনেকেই গরিব। অতিরিক্ত অর্থ আদায় করার আগে এ বিষয়টি বিবেচনা করার অনুরোধ থাকল।’
আইনি সেবার খরচ কামানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন আইনি সেবায় উচ্চ হারে কর আরোপের ফলে গরিব বিচারপ্রার্থীদের ওপর অতিরিক্ত খরচের বোঝা তৈরি হয়।
তিনি বলেন, আইনজীবীদের এমনভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে প্রত্যেকে তাদের ওপর বিশ্বাস রাখে। তিনি পক্ষপাত ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কে আইনজীবীদের সতর্ক করে দেন।
আইন সবার জন্য সমান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘যদি আইনজীবীরা অপরাধে জড়িয়ে পড়েন তাহলে তাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্য আইনজীবীদের অবশ্যই এগিয়ে আসতে হবে। যদি তা না হয়, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আমি নিজে আইন মানব না, কিন্তু অন্যদের আইন মেনে চলতে হবে…এই মানসিকতা আইনের শাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে না।’
কিশোরগঞ্জ জেলা জজ আদালতে দীর্ঘদিন কাজ করার স্মৃতি স্মরণ করে আবদুল হামিদ বলেন, ‘সমিতি সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য শুনলে আমি আঘাত পাই। আমার খুব খারাপ লাগে। ভালো পরিবেশ নিশ্চিত করার জন্য সিনিয়রদের অবশ্যই বিশেষ যত্ন নিতে হবে। শিষ্টাচার ও নৈতিকতা শেখাতে তাদের অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে রাষ্ট্রপতি জেলা জজ আদালতের নবনির্মিত প্রধান ফটক ও আদালত ভবনের বর্ধিতাংশ উদ্বোধন করেন।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক আদালত প্রাঙ্গণে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আজকের বাজার/এমএইচ