জামালপুরে স্বল্প খরচে কিডনি ডায়ালাইসিসের চিকিৎসা সুবিধা পাবে দরিদ্র মানুষ।
শুক্রবার সকালে শহরের লিচুতলা এলাকায় ইমদাদ-সিতারা খান কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
সোনার বাংলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৪টি বেড নিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে এ ডায়ালাইসিস সেন্টারটির যাত্রা শুরু হলো।
ডায়ালাইসিস সেন্টারটি উদ্বোধন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, জামালপুরে কিডনি ডায়ালাইসিস সেন্টার হওয়ায় এ অঞ্চলের মানুষ অল্প খরচে ব্যয়বহুল চিকিৎসা সেবা পাবে। এছাড়াও তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে এ ডায়ালাইসিস সেন্টারে প্রতিবছর ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
ঢাকাস্থ জামালপুর সমিতির সভাপতি হাসান মাহমুদ রাজা’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সিভিল সার্জন গৌতম রায়, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা মনি, ডা. শাহিনা সোবহান, সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আমিনুর রহমান প্রমুখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন ঢাকাস্থ জামালপুর সমিতির স্বাস্থ্য সচিব ডা. শামসুন নাহার।
আরএম/