স্বল্প সময়ের জন্য ট্রাম্পের ওয়েবসাইট অকেজো

নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা ওয়েবসাইট অকেজো করা করেছে। তবে তা স্বল্প সময়ের জন্য। কর্মকর্তারা এ খবর জানান।
ডোনাল্ডজেট্রাম্পডটকম এই ওয়েবসাইট খোলার পরই তাতে লেখা আসছিল ওয়েবসাইটটি জব্দ করা হয়েছে। সাধারণত এই ওয়েবসাইটে নির্বাচনী প্রচারণার তথ্য ও তহবিল সংগ্রহের আবেদন করা হয়।
মার্কিন সংবাদ মাধ্যমে বলা হয়, ওয়েবসাইটের বার্তায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প পৃথিবীতে যথেষ্ট ফেক নিউজ ছড়িয়েছেন।
ট্রাম্পের প্রচারণা মুখপাত্র টিম মার্টাহ বলেছেন, ওয়েবসাইটটি দ্রুতই উদ্ধার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কোন তথ্য তারা নিতে পারেনি।
তিনি আরো বলেন, কে বা কারা হ্যাক করেছে তা আইন প্রয়োগকারী সংস্থার লোকজন খতিয়ে দেখছে।
এদিকে হ্যাকাররা এক বার্তায় গোপন তথ্য হাতিয়ে নেয়ার দাবি করেছে। তারা বলছে, কেউ যদি গোপন তথ্য প্রকাশ ও রাখতে চায় তাহলে তাদের নির্দিষ্ট ঠিকানায় ক্রিপ্টোকারেন্সি পৌঁছে দিতে হবে।