‘স্বল্প সময়ের নোটিশে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতের বিমান বাহিনী’

ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বলেছেন, ‘অল্প সময়ের নোটিশেই বিমান বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ অথবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন বিমান বাহিনী দেশবাসীর সেবা করার জন্য সবসময় তৈরি আছে।’

কয়েক দিন আগেই এক সংবাদ সম্মেলনে ‘ভারতীয় বিমান বাহিনী সর্বাত্মক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে।’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

‘দেশের নিরাপত্তার পক্ষে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিমান বাহিনী, সেনা ও নৌবাহিনীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রতি দায়বদ্ধ এবং যেকোনো বিপদের মোকাবিলায় দেশের বিমান ঘাঁটিগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

ভারতীয় বিমান বাহিনীর প্রধান এমন সময় এসব মন্তব্য করলেন যখন চীনের সঙ্গে ডোকলাম উপত্যকা ইস্যুতে দেশটির টানাপোড়েন চলছে। তিনি মূলত এভাবে চীন ও পাকিস্তানকে বার্তা দেয়ার চেষ্টা করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ৮ অক্টোবর ২০১৭