নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। আজ শনিবার সন্ধ্যায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা। এবার প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টিকে থাকার জন্য এই ম্যাচে বাংলাদেশের জয়টা বেশি প্রয়োজন। বিষয়টা মাথায় রেখেই মাঠে নামবে বাংলাদেশ।
গত ম্যাচে বাংলাদেশের বাজে ব্যাটিং হলেও আজ এই জায়গায় কোনো পরিবর্তন নাও আসতে পারে। কারণ অফ ফর্মে থাকা সাব্বির গত ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন। ফলে তাকে সরানোর কোনো সুযোগ নেই। লিটন দাস তিনটা লাইফ পেলেও দলের পক্ষে সর্বোচ্চ রানটাও এসেছে তার ব্যাট থেকে। বাকিদের মধ্যে কেবল সৌম্য সরকার, কিন্তু ভয়ডরহীন ক্রিকেট খেলার জন্য তাকে সরানোরও আপাতত কোনো সুযোগ নেই।
তবে বোলিংয়ে একটা পরিবর্তন আসলেও আসতে পারে। তাসকিনের জায়গায় আবু হায়দার রনি কিংবা আবু জায়েদ রাহি। তবে গত ম্যাচে মার খেলেও বাংলাদেশি গতি তারকাকে আরও একটা সুযোগ দেওয়া হতে পারে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. লিটন দাস
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. সাব্বির রহমান
৭. মেহেদী হাসান মিরাজ/আরিফুল হক
৮. নাজমুল ইসলাম অপু
৯. রুবেল হোসেন
১০. তাসকিন আহমেদ/আবু জায়েদ রাহি/আবু হায়দার রনি
১১. মুস্তাফিজুর রহমান।
আজকেরবাজার/এসকে