স্বাধীনতা ও জাতীয় দিবসে ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহফিল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার সকাল ৯টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

মুনাজাতে ২৫ মার্চ কালরাতে শাহাদাতবরণকারি সকল শহীদের আত্মার শান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারি সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মোজাহারুল মান্নান, মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও কর্মকর্তা-কর্মচারিসহ সাধারন মুসল্লিগণ মুনাজাতে অংশ গ্রহণ করেন।

এরআগে ইসলামিক ফাউন্ডেশনের বঙ্গবন্ধু পরিষদ আজ সকাল ৭ টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এমআর/