স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার ‘সি’ গ্রুপের ম্যাচে টিম বিজেএমসিকে ২-১ গোলে হারিয়েছে তারা। বিজেএমসি দুই ম্যাচের দুটিতেই হারল। ফলে গ্রুপের অন্য দল আবাহনীরও শেষ আটে ওঠা নিশ্চিত হয়ে গেল। এর আগে ২-০ গোলে বিজেএমসিকে হারিয়েছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী।
এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। ম্যাচের ৮০তম মিনিটে নয়নের পা থকে আসা গোলে ১-০তে এগিয়ে যায় শেখ রাসেল। এরপর অবশ্য ছয় মিনিট পরই বিজেএমসিকে সমতায় ফেরান মোহাম্মদ রবিন। যোগ করা সময়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষে জয় সূচক গোলটি করেন সবুজ বিশ্বাস।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সাথে গোলশূন্য ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজকের বাজার: সালি / ১৯ জানুয়ারি ২০১৮