স্বাধীনতা দিবসের আগেই ইমরান খানের শপথ

আগামী ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের আগেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন পিটিআই-প্রধান ইমরান খান। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলটির নেতা নাইমুল হক।

জোট সরকার গঠনে তোড়জোড়ও শুরু করেছে পিটিআই। স্বতন্ত্র প্রার্থী এবং ছোট দলগুলোকে শরিক করতে আলোচনাও শুরু করেছেন ইমরান।

এদিকে, নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা পিএমএল-এন’র ঘাঁটি খ্যাত পাঞ্জাবেও রাজ্য সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে পিটিআই। পাঞ্জাবের অ্যাসেম্বলিতে পিএমএল-এন পেয়েছে ১২৯ আসন। এ অবস্থায় রাজ্যটিতে বিভিন্ন আসনে নির্বাচিত আরও ২৬ এমপি’র সমর্থন দরকার ইমরানের দলের। এরইমধ্যে রাজ্যের চারটি আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা পিটিআই-তে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন।

আরএম/