স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে বন্ধুকে ক্ষুদে বার্তা পাঠানোর কাজটি সহজ করে দিতে প্রযুক্তির জগতে এসেছে ‘স্বাধীনতা দিবসের এসএমএস’ নামের অ্যাপ।
২৬ মার্চ বাঙালি জাতির জীবনে চিরস্মরণীয় একটি দিন। ২৫ মার্চের কালো রাত্রির পর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বাঙালিরা। স্বাধীনতার মাহেন্দ্রক্ষণকে স্মরণ করতে এ দিনে অনেকেই এসএমএস কিংবা ফেইসবুকে বন্ধুদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন। বার্তা পাঠানোর এ কাজকে আরও সহজ করবে এই অ্যাপ।
এক নজরে অ্যাপের ফিচারগুলো
# এটির ইউজার ইন্টারফেস বাংলা ভাষায়।
# বাংলা ও ইংরেজি ভাষায় স্বাধীনতা দিবস বিষয়ক অনেক বার্তা রয়েছে অ্যাপটিতে।
# এটির মাধ্যমে এক ক্লিকেই বার্তা পাঠানো যাবে বন্ধুদের ফোনে।
# অ্যাপটি থেকে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বার্তাগুলো শেয়ার ও ইনবক্স করে পাঠানো যাবে।
# অফলাইনে কাজ করবে এটি। তাই ডাউনলোডের পরে ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করা যাবে।
# অ্যাপটির নিচে বিজ্ঞাপন রয়েছে, যা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে।
# রেটিং প্রাপ্ত অ্যাপটির গুগল প্লে থেকে ১ হাজারের বেশি ডাউনলোড হয়েছ।
এমআর/