স্বাধীনতা দিবসে আসছে মুক্তিক্যাম্প

মুক্তিযুদ্ধ ভিত্তিক মোবাইল গেইম মুক্তিক‍্যাম্পের পূর্ণাঙ্গ সংস্করণ আসছে স্বাধীনতা দিবেসে। ‘হিরোজ অব ৭১’ এবং ‘হিরোজ অব ৭১ : রিটেলিয়েশনের’ পর তারই সিক্যুয়াল হিসেবে গেইমটি নির্মাণ করেছে ‘মাইন্ডফিশার’।

মোবাইলের ব‍্যালেন্স খরচ করে গেইমে থাকা ইন অ্যাপ পারচেজ টুলস কেনা যাবে । কেবল গ্রামীণফোনের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

সম্প্রতি গ্রামীণফোনের সঙ্গে  মুক্তিক‍্যাম্পের নির্মাতা প্রতিষ্ঠান মাইন্ডফিশারের ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) নিয়ে চুক্তিও হয়েছে।

মুক্তিক‍্যাম্প গেইমে অনেক টুলস রয়েছে যা ইন অ‍্যাপ পারচেজের মাধ‍্যমে কেনা যায়। বর্তমানে তা কিনতে ক্রেডিট কার্ড, আন্তজার্তিক মাস্টার কার্ড বা অনলাইন কেনাটাকা সমর্থন করে এমন কার্ডের প্রয়োজন। তবে ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) মাধ‍্যমে কিনতে কোন কার্ড ছাড়াই মোবাইলে ব‍্যালেন্স থেকে কেনা যাবে।

মাইন্ডফিশারের প্রধান নিবার্হী জামিলুর রশীদ বলেন, ‘মুক্তিক্যাম্পের পূর্ণ সংস্করণে নতুন লেভেল, উন্নত ইউজার ইন্টারফেইস, ফেইসবুক থেকে লগইন সুবিধাসহ নানা সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়া অনেক অ্যানিমেশনে পরিবর্তন আনা হয়েছে’।

 জামিল জানান, গেইমটিতে বীর মুক্তিযোদ্ধা মর্টার মোস্তাক, পাপন বিশ্বাস, অনিলা আবিদসহ কয়েকজনেরদেখা মিলবে। গেইমাররা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে এনে প্রশিক্ষণ দিতে পারবেন। যোদ্ধারা দক্ষ হলে তাদের পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে পাঠানো যাবে।
এমআর/