স্বাধীনতা দিবসে বাংলাদেশকে মমতার শুভেচ্ছা

ছবি : ইন্টারনেট

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মঙ্গলবার অফিসিয়াল টুইটারে তিনি লেখেন, ‘বাংলাদেশে আমার ভাই-বোনদের জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করছে বাংলাদেশ।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। সেই প্রেক্ষাপটে ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আজকের বাজার/এমএইচ