২০১৮ সালের 'স্বাধীনতা পুরস্কার'র জন্য ১৬ জনকে মনোনীত করা হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মঙ্গলবার মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব (কমিটি ও অর্থনৈতিক) ড. আবু সালেহ মোস্তফা কামালের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত হওয়া ১৬ জনের মধ্যে ১২ জন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার পাচ্ছেন। এছাড়া চিকিৎসাবিদ্যা, সমাজসেবা, সাহিত্য এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হচ্ছেন একজন করে ব্যক্তিত্ব।
আগামী ২৫ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রী পরিষদ বিভাগের আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কার প্রদান করবেন।
আরএম/