স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা, অসামান্য আত্মত্যাগ ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৮ জন পেলেন স্বাধীনতা পুরস্কার ২০১৮।
রবিবার, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরস্কার প্রাপ্তরা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরহুম কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এস এম এ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম, মরহুম এম আব্দুর রহিম, প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, শহিদ লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ারুল আজিম, মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী, শহিদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহিদ মতিউর রহমান মল্লিক, শহিদ সার্জেন্ট জহুরুল হক ও আমজাদুল হক। চিকিৎসা ক্ষেত্রে অধ্যাপক ডা. একে এমডি আহসান আলী; সমাজ সেবায় অধ্যাপক এ কে আজাদ খান; সাহিত্যে সেলিনা হোসেন; খাদ্য নিরাপত্তায় ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ; সংস্কৃতিতে আসাদুজ্জামান নূর এবং কৃষি সাংবাদিকতায় শাইখ সিরাজ।
পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।
আজকের বাজার/আরজেড