স্বাধীনতা মিলছে না, স্বশাসনও হারাচ্ছে কাতালুনিয়া

কাতালুনিয়ার নেতা কার্লোস পুয়েগডেমন্ড স্বাধীনতা ঘোষণা দেওয়ার হুমকির পর, উত্তর-পূর্ব অঞ্চলটির স্বায়ত্তশাসনও স্থগিত করার পদক্ষেপ নিয়েছে স্পেন। আগামী ২১ অক্টোবর শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির সরকার।

স্পেনের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে বিবিসি বলছে, কাতালান অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিতে দেশটির মন্ত্রীসভা সংবিধানের ১৫৫ ধারা কার্যকর করতে শিগগিরই একটি সভা ডাকা হবে।

তবে সরকারের এই পদক্ষেপে কাতালান অঞ্চলে অস্থিরতা শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। কাতালান নেতা পুয়েগডেমন্ড বলেন, স্পেনের ‘দমননীতি চলতে থাকলে’ কাতালান আঞ্চলিক পার্লামেন্ট স্বাধীনতার প্রশ্নে ভোটের আয়োজন করবে।

প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এক বিবৃতিতে বলেন, কাতালান অঞ্চলের স্বায়ত্তশাসনের উপর সরকার সংবিধানের ১৫৫ ধারার বৈধতা পুন:প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

আজকের বাজার:এলকে/এলকে ১৯ অক্টোবর ২০১৭