স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় তসলিমের পাশে প্রধানমন্ত্রী

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় তসলিম শেখের চিকিৎসার খরচ এবং অন্যান্য পারিবারিক প্রয়োজন মেটাতে তাকে সহায়তায় ৩৫ লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তসলিম শেখ গত ১২ বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এই সহায়তার চেকটি তুলে দেন।’

তিনি বলেন, নাটোরের লালপুরে বসবাসরত তসলিম শেখের উপর সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হলে, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়।

খোকন বলেন, প্রধানমন্ত্রী পরে তসলিম শেখের বিস্তারিত খবরা-খবর পাঠানোর জন্য নাটোরের জেলা প্রশাসককে নির্দেশ দেন।
তিনি বলেন, নির্দেশ অনুযায়ী নাটোরের জেলা প্রশাসক সম্প্রতি তসলিম শেখের অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন পেশ করেছেন।

প্রতিবেদন বলা হয়, স্বাধীন বাংলা ফুটবল দলের এই সদস্য লালপুরে তিন-কামরা বিশিষ্ট একটি জীর্ণ বাড়িতে তার অসুস্থ স্ত্রী এবং দুই পুত্র ও এক কন্যাকে নিয়ে বসবাস করছেন।

কয়েক বছর আগে তার স্ত্রী’র ওপেনহার্ট সার্জারি করিয়েছেন এবং তার বড়ছেলে মাস্টার রোলে গোপালপুর চিনিকলে কাজ করছেন।

আরএম/