স্বাভাবিক লেনদেনে ফিরবে ৩ টি প্রতিষ্ঠান

রেকর্ড ডেটের পর আগামী ১০ মার্চ রোববার থেকে যথারীতি স্বাভাবিক লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ টি প্রতিষ্ঠান।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো: এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ১, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।

এদের মধ্যে, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের এজিএম রয়েছে আগামী ৩১ মার্চ,২০১৯। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের এজিএম রয়েছে আগামী ৩১ মার্চ,২০১৯। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

রেকর্ড ডেটের কারণে আজ প্রতিষ্ঠানটির শেয়ারের স্বাভাবিক লেনদেন বন্ধ রয়েছে। রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে যথারীতি স্বাভাবিক লেনদেনে ফিরবে প্রতিষ্ঠানটি।

 

আজকের বাজার/মিথিলা